অ্যাতলেতিকোর সামনে কেবল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দু’দলের পয়েন্ট যথাক্রমে ১৫১.৭৯৯ ও ১৩৩.৭৯৯।
আক্ষেপ শিরোপা জেতা হয়নি। তিন মৌসুমের মধ্যে দু’বার (২০১৩-১৪ ও ২০১৫-১৬) ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয় তাদের। দু’বারই প্রতিপক্ষ ছিল রিয়াল। গ্যালাকটিকোদের কাছে হেরেই এ বছর সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে।
আর্থিক ও ঐতিহ্যগত অক্ষমতার মাঝেও উয়েফা র্যাংকিংয়ে নিজেদের উপরে তুলে ধরেছে সিমিওনের অ্যাতলেতিকো। পেছনে ফেলেছে বার্সা ও বায়ার্নের মতো জায়ান্টদের।
এর আগে ২০১২-১৩ মৌসুমে ১১৯.৫৪২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিল স্প্যানিশ ক্লাবটি। পরের বছর ফাইনালের মধ্য দিয়ে উঠে আসে চার নম্বরে। দু’বছর চতুর্থ অবস্থানের পর আরেকটি সেমিফাইনাল খেলার সুবাদে অল্প সময়ের মধ্যেই কতদূর এগিয়ে গেল অ্যাতলেতিকো মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরএম