ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

নেপালে হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
নেপালে হারলো বাংলাদেশের যুবারা ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নেওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথমটিতে মাঠে নেমে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।

ললিতপুরে এএনএফএ কমপ্লেক্সে মঙ্গলবার (১১ জুলাই) ম্যাচের ২০তম মিনিটে একমাত্র গোলটির দেখা পায় নেপাল। স্বাগতিকদের উঠতি তারকা ও দলপতি বিমল ঘারতি মাগারের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালের যুবারা।

তাকে গোলে সহায়তা করেন অঞ্জন বিস্তা।

এই গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি বাংলাদেশের যুবারা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

আগামী বৃহস্পতিবার কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের ছেলেরা। জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ডের অধীনেই খেলবে দলটি। প্রথম অ্যাসাইনমেন্টে হারের মুখ দেখলেন এই অস্ট্রেলীয় কোচ।

গত বছর অক্টোবরে জাতীয় দলের ভুটানের কাছে হারের পর এটাই বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। নেপালের বিপক্ষে এ ম্যাচটিকে আন্তর্জাতিক টায়ার টুয়ের মর্যাদা দিয়েছে।

আগামী ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে নেপাল যায় তরুণ তুর্কিরা। ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, তাজিকিস্তান, ফিলিস্তিন। ১৯ জুলাই এএফসি অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতার প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে। ২১ জুলাই দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তাজিকিস্তান। ২৩ জুলাই শেষ ম্যাচ খেলবে ফিলিস্তিনের সঙ্গে। তার আগে নেপালের পর কাতারে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ জুলাই কাতার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।