ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

আইসিসিতে নেই রোনালদো, এমএসএন’কে নিয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আইসিসিতে নেই রোনালদো, এমএসএন’কে নিয়ে বার্সা ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই প্রাক মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল কাপে (আইসিসি) মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, বার্সালোনা ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা।

যুক্তরাষ্ট্র সফরের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। যার মধ্যে উল্লেখযোগ্য অনুপস্থিতি রোনালদোর নাম।

সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত কনফেডারেশন কাপে ব্যস্ত সময় পার করেন পর্তুগিজ আইকন। যদিও সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সিআর সেভেন।

আইসিসি ইভেন্টে আগামী ২৩ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে জিনেদিন জিদানের রিয়াল। রোনালদো না থাকলেও তারকার কমতি নেই। গ্যারেথ বেল, করিম বেনজেমা, টনি ক্রুস, লুকা মডরিচ, ইস্কো, মার্সেলো ও নতুন সাইনিং থিও হার্নান্দেজকেও রেখেছেন ফ্রেঞ্চ কিংবদন্তি। সাম্প্রতিক সময়ে ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও প্রাক মৌসুমের সফরে আছেন আলভারো মোরাতা।  প্রাক-মৌসুমে রিয়াল-বার্সার সূচি

রিয়াল তাদের সেরা তারকা রোনালদোকে বিশ্রাম দিলেও নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডের অধীনে পূর্ণশক্তির দল নিয়েই নতুন মৌসুমের প্রস্তুতিতে চোখ রাখছে বার্সা। আক্রমণভাগে ‘এমএসএন’ খ্যাত মেসি-সুয়ারেজ-নেইমার তো আছেনই। হাভিয়ের মাশ্চেরানো, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ ও আরদা তুরানও রয়েছেন।

জার্মানির হয়ে কনফেডারেশনস কাপ জয়ী প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন দলের সঙ্গী হচ্ছেন না। নিউজার্সিতে ২২ জুলাই নিজেদের প্রথম ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ জুভেন্টাসকে পাচ্ছে বার্সা।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের এবারের আসরে রিয়াল-বার্সার ‘এল ক্লাসিকো’ উপভোগ করবেন দর্শকরা। মিয়ামিতে আগামী ২৯ জুলাই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।