লোভনীয় প্রস্তাবে জুভেন্টাস থেকে বার্সেলোনার সাবেক তারকাকে ভাগিয়ে এনেছে পিএসজি।
আলভেসকে সপ্তাহে ২ লাখ ত্রিশ হাজার পাউন্ড বেতনে দলে নিয়েছে পিএসজি।
গত মাসের শেষদিকে জুভেন্টাসের সঙ্গে চুক্তির ইতি টানেন ৩৪ বছর বয়সী আলভেস। এক মৌসুম খেলেই নতুন চ্যালেঞ্জে চোখ রাখছেন এ অভিজ্ঞ রাইটকব্যাক।
আলভেসের এমন ‘ডিগবাজি’তে বেশ ক্ষুব্ধ সিটিজেন কোচ গার্দিওলা। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের সফরে অংশ নেওয়ার আগে ম্যানচেস্টারে এসে তার মেডিকেল পরীক্ষা ও চুক্তি সম্পন্ন করার কথা ছিল।
কিন্তু পিএসজিতে যোগ দেওয়ার পর সাবেক কোচের প্রতি সম্মান জানিয়ে আলভেস বলেন, ‘যদি পেপ গার্দিওলা ও ম্যানচেস্টার সিটি কষ্ট পায়, তবে আমি দুঃখিত। আমি এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। এখানে আমার প্রচুর বন্ধুও আছে। আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমি এর আগে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছি। ফলে এখানেও আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ’
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস