ছুটির দিনে টেনিস খেলতে গিয়ে ডান পায়ে চোট পান ৩৩ বছর বয়সী রোবেন। তাই মিউনিখে থেকে যেতে হচ্ছে তাকে।
রোববার (১৬ জুলাই) এশিয়া সফরে উড়াল দেবে বায়ার্ন। এ উপমহাদেশে এটি তাদের তৃতীয় প্রাক মৌসুম ট্যুর। প্রীতি টুর্নামেন্ট আইসিসি ইভেন্টের চীন পর্বের শিরোপা লড়াইয়ে বাভারিয়ানদের সঙ্গে আরও পাঁচটি টিম অংশ নিচ্ছে। বুরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, এসি মিলান, অলিম্পিক লিঁও ও আর্সেনাল।
সিঙ্গাপুরে মাত্র তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বায়ার্ন, ইন্টার মিলান ও চেলসি। চীন ও সিঙ্গাপুরে যথাক্রমে দু’টি করে ম্যাচ খেলবে রোবেনবিহীন বায়ার্ন। রোবেন ছাড়াও ইনজুরির কারণে নেই গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।
আগামী ১৯ জুলাই (বুধবার) আর্সেনালের মুখোমুখি হবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। সাংহাই স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। তিনদিন পর এসি মিলান ম্যাচ। এরপর সিঙ্গাপুরে পা রাখবে তারা। ২৫ জুলাই সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে নামতে হবে। দু’দিন পর ইন্টার মিলান ম্যাচ দিয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শেষ করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের সবচেয়ে জমজমাট আসর বসবে যুক্তরাষ্ট্রে। যেখানে মোট ৮টি টিম অংশ নিচ্ছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহাম, জুভেন্টাস, রোমা ও পিএসজি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমআরএম