ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজেন ধুনট এনইউ পাইলট মডেল হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন।

ফাইনাল খেলায় খাটিয়ামাড়ি ও কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল অংশগ্রহণ করে। এতে ১-০ গোলে খালিয়ামাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

অপরদিকে সোনারায় ও গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের দল অংশ নিয়ে ১-০ গোলে গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

অত্র স্কুল মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতারের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাবিবর রহমান এমপি, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, সহ-সভাপতি জুবায়ের আল মাহমুদ সবুজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।