ছবি: সংগৃহীত
এবারের ব্যালন ডি’অর (বর্ষসেরার পুরস্কার) জয়ের দৌড়ে লিওনেল মেসির কোনো সুযোগ দেখছেন না পিকে। ক্রিস্টিয়ানো রোনালদোকেই পরিষ্কার ফেভারিট ভাবছেন বার্সেলোনা সেন্টারব্যাক। কিন্তু ক্লাব সতীর্থকে রোনালদোর উপরে রাখছেন ঠিকই। পিকের চোখে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরেন রোনালদো। একমাত্র কোপা দেল রে জিতে ২০১৬-১৭ সিজন শেষ করেন মেসি।
অবশ্য বার্সার জার্সিতে দলীয় সাফল্যে খরা গেলেও গোলস্কোরিংয়ে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন আইকন। চার বছর পর পুনরুদ্ধার করেন ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’।
রোনালদোর সামনে মেসির পাঁচটি ব্যালন ডি’অরের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি! পিকেও তার সাবেক ক্লাব সতীর্থকে (ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময়) এগিয়ে রাখছেন, ‘রোনালদো চ্যাম্পিয়নস লিগ ও লিগ জিতেছে। তাই সে ফেভারিট। ’
রোনালদোকে ব্যালন ডি’অরে ফেভারিট বললেও মেসিকে সর্বকালের সেরা বলছেন পিকে, ‘লিওনেল মেসি এখনো ইতিহাসের সেরা সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। এরপর অন্যদের বিকল্প রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।