ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

রোমার পরিচালক হচ্ছেন টট্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
রোমার পরিচালক হচ্ছেন টট্টি ফ্রান্সেস্কো টট্টি/ছবি: সংগৃহীত

গত মৌসুম শেষে দীর্ঘ ২৫ বছরের রোমা অধ্যায়ের ইতি টানেন ফ্রান্সেস্কো টট্টি। একেবারেই শৈশবের ক্লাব ছেড়ে যাচ্ছেন না। খেলোয়াড়ী জীবনের পর এবার প্রশাসনিক কাজে পা রাখবেন ইতালিয়ান আইকন। সব ঠিক থাকলে পরিচালক হিসেবে রোমায় ফিরছেন ৪০ বছর বয়সী টট্রি।

পেশাদার ক্লাব ফুটবল ক্যারিয়ারের পুরোটাই কাটিয়ে দিয়েছেন রোমায়। আপাতদৃষ্টিতে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এর আগে জাপানের দ্বিতীয় বিভাগের দল টোকিও ভার্ডিতে যোগ দেওয়ার একটা গুঞ্জন উঠেছিল।

যাই হোক, ইতালিয়ান রাজধানীতে ফিরে আসার দিকে চোখ রাখছেন বিশ্বকাপ জয়ী ‘সাবেক’ এ অভিজ্ঞ ফরোয়ার্ড। অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি।

ক্লাব প্রেসিডেন্ট জেমস প্যালোত্তার সঙ্গে দেখা করার পর এক সাক্ষাৎকারে টট্টি বলেন, ‘এখন পর্যন্ত কোনো চুক্তিতে সই করিনি। আমি এখনো রোমার পরিচালক নই কিন্তু শিগগিরই তাদের মধ্যে একজন হবো। ’

রোমার হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৮৬টি ম্যাচ খেলেছেন টট্টি। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩০৭ বার (লিগে ৬১৯ ম্যাচে ২৫০)।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।