ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্প্যানিশ লিগের নতুন মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
স্প্যানিশ লিগের নতুন মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত ছবি: সংগৃহীত

২০১৭-১৮ মৌসুমের ক্যালেন্ডারে সম্মতি জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা কর্তৃপক্ষ। আগামী ১৯ আগস্ট নতুন সিজনের পর্দা উঠবে। সমাপ্তি ২০১৮ সালের ২০ মে।

অপেক্ষা এখন পূর্ণাঙ্গ ম্যাচ সূচির। মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও ২০ দলের বিস্তারিত ফিক্সচার প্রকাশ করা হয়নি।

সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে তা জানতে পারবেন ফুটবলপ্রেমীরা।

২০১৮ সাল বিশ্বকাপের বছর। তাই কোপা দেল রের ফাইনাল নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। তবে এতে পরিবর্তন আসলেও আসতে পারে। কারণ এটি নিয়েই দু’পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। পরদিনই যে লা লিগায় পূর্ণাঙ্গ ফিক্সচার রয়েছে। ওইদিনের শিডিউল লিগ ম্যাচ সূচিতে ব্যতিক্রম হবে শুধুমাত্র কোপার ফাইনালিস্ট দুই দল।

মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতি শুরু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ২ সেপ্টেম্বর ইতালির মুখোমুখি হবে স্পেন। তিনদিন পর খেলবে লিচেনস্টেইনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।