ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রথম আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে দু’দিন আগে। শুক্রবার (১৪ জুলাই) ছিল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মোট ৩টি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুর স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ১-১ গোলে ড্র করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে।
ম্যাচসেরা খেলোয়াড় হন প্রাইম এশিয়া দলের রিয়াদ। একই মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় আইইউবিএটি ইউনিভার্সিটি ২-০ গোলে পরাজিত করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের নাদিম।
এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেলে উদ্বোধনী ম্যাচে আইইউবি ইউনিভার্সিটি ৩-২ গোলে বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটিকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় হন জয়ী দলের পিয়াস।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।