ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

কোচিং অধ্যায়ে জয়ে শুরু জেরার্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
কোচিং অধ্যায়ে জয়ে শুরু জেরার্ডের স্টিভেন জেরার্ড/ছবি: সংগৃহীত

শৈশবের ক্লাব লিভারপুলের অনূর্ধ্ব-১৮ দলের কোচ হিসেবে দুর্দান্ত শুরু পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক স্টিভেন জেরার্ড। বার্টন আলবিওনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে অল রেডস যুবারা।

প্রাক মৌসুমের প্রস্তুতিতে প্রথম ম্যাচেই শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করেন ৩৭ বছর বয়সী জেরার্ড। গত বছর একাডেমির কোচিং ভূমিকায় অ্যানফিল্ডে ফেরেন তিনি।

দায়িত্ব নেন অ-১৮ টিমের।

২০১৫ সালে দীর্ঘ ১৭ বছরের লিভারপুল অধ্যায়ের ইতি টানেন জেরার্ড। বর্ণাঢ্য ক্যারিয়ারে ‍নিজেকে অল রেডসদের কিংবদন্তিদের কাতারে নিয়ে যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ মিডফিল্ডার। শৈশবের ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সিতে পাড়ি জমান তিনি।

গত বছরের নভেম্বরে ৩৬ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন জেরার্ড। পরে জানুয়ারিতে ক্লাব আইকনকে যুব কোচ হিসেবে নিযুক্ত করে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।