ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

দক্ষিণ কোরিয়ায় তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুত কৃষ্ণারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
দক্ষিণ কোরিয়ায় তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুত কৃষ্ণারা ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল বিভিন্ন দেশে প্রস্তুতি ম্যাচ খেলছে। এর আগে চীন, জাপান ও সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলেছে সানজিদা-কৃষ্ণারা। চূড়ান্ত প্রস্তুতি নিতে বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা হার মানে ৬-০ গোলে। তবে পরের ম্যাচে ওজু মিডল স্কুলের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল।

জয় তুলে নেয় ৯-০ ব্যবধানে।

সোমবার দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল তাদের তৃতীয় ম্যাচ খেলবে। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়ুলমুন মিডল স্কুল মহিলা ফুটবল ক্লাব। এই ম্যাচকে সামনে রেখে রোববার অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। কোচ গোলাম রাব্বানী ছোটনের তত্ত্বাবধানে লম্বা সময় ধরে অনুশীলন করে সানজিদা-কৃষ্ণারা।

আগামী বুধবার ওজু মিডল স্কুলের বিপক্ষে চতুর্থ ও শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল জাপান, সিঙ্গাপুর ও চীন সফর করেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের জন্য শুভকামনা জানিয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর ( হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আশা করছি মেয়েরা দক্ষিণ কোরিয়ায় তাদের শেষ ম্যাচগুলোতে ভালো করবে। এই সফর তাদেরকে আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভালো করতে সহায়তা করবে। যদিও বাংলাদেশ কঠিন গ্রুপে রয়েছে, তবুও আমরা আশাবাদী এই দলটি ভালো করবে। বাংলাদেশ দলের জন্য সব সময়ই আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকল। ’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।