ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ময়মনসিংহে বঙ্গবন্ধু, বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ময়মনসিংহে বঙ্গবন্ধু, বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

ময়মনসিংহ: ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এক সঙ্গে অনুষ্ঠিত হয়েছে দুই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

রোববার (১৬ জুলাই) বিকেলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।  

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা টুর্নামেন্টের ফাইনালে কাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফলিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বঙ্গবন্ধু টুর্নামেন্টে ফদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।  

পরে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী বিজয়ী ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭ 
এমএএএম/জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।