ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সুপার ‍কাপে মেসি-নেইমারদের পাচ্ছেন ভালভার্ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
সুপার ‍কাপে মেসি-নেইমারদের পাচ্ছেন ভালভার্ডে ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের শুরুতেই স্প্যানিশ সুপার কাপের চ্যালেঞ্জের মুখে পড়বেন বার্সেলোনার নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডে। তার ওপর ‘এল ক্লাসিকো’ মহারণ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে সেরা টিমকেই পাচ্ছেন তিনি।

মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে, মাশ্চেরানো, বুসকেটস সহ দলের সেরা তারকারা ইতোমধ্যেই প্রাক মৌসুমের প্রস্তুতিতে যোগ দিয়েছেন। বর্তমানে বার্সার ২৯ জন খেলোয়াড় ট্রেনিং করছেন।

ইনজুরিতে রাফিনহা ও জেরার্ড ডিউলোফেউ। এখনো নতুন সাইনিং নেলসন সেমেদো, আন্দ্রে গোমেজ ও জার্মানির হয়ে কনফেডারেশনস কাপ জয়ী গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেনের জন্য অপেক্ষা করছেন ভালভার্ডে।

কিন্তু, ইতোমধ্যেই হয়তো সেরা একদশ বেছে নিয়েছেন। লক্ষ্য এখন যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি)। সেখানেই আবার বার্সা-রিয়াল দ্বৈরথ উপভোগ করবেন দর্শকরা। সুপার কাপের আগেই মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

আগামী ৩০ জুলাই (রোববার) ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা পাঁচ মিনিটে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। আইসিসি ইভেন্টটি শেষে লিগ চ্যাম্পিয়ন রিয়াল ও কোপা দেল রে বিজয়ী বার্সার চোখ থাকবে সুপার কাপের শিরোপা দিয়ে ২০১৭-১৮ সিজন শুরু করা।

আগামী ১২ আগস্ট ন্যু ক্যাম্পে গ্যালাকটিকোদের আতিথ্য দেবে কাতালানরা। তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ। ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।