নবম সামার সাইনিং হিসেবে সান সিরোতে যোগ দিলেন ৩১ বছর বয়সী বিলিয়া। লাজিও থেকে তিন বছরের বছরের চুক্তিতে সই করেছেন।
এছাড়াও নতুন মৌসুম সামনে রেখে আন্দ্রে সিলভা, রিকার্ডো রদ্রিগেজ, হাকান কালহানোগলু, আন্দ্রে কোন্তি, মাতেও মুসাচিও, ফ্রাঙ্ক কেসি ও ফাবিও বোরিনিকে স্কোয়াডে যুক্ত করেছে মিলান।
প্রসঙ্গত, গত চার মৌসুমে শীর্ষ পাঁচের বাইরে থেকে লিগ মৌসুম শেষ করে ১৮ বারের চ্যাম্পিয়নরা। নতুন মালিকানায় যেন নিজেদের ফিরে পেতে মরিয়া এসি মিলান। ট্রান্সফার উইন্ডোতে সরব অবস্থান এর বড় প্রমাণ।
গুঞ্জন উঠছে, আরও চমক নিয়ে আসছে তারা। রিয়াল মাদ্রিদ থেকে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা ও বায়ার্ন মিউনিখের উঠতি পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজকে পাওয়ার রেসে এসি মিলান।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এমআরএম