২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন পাঁচজন। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য ২০১৬ সালের মার্চ থেকে জাতীয় দলের বাইরে থাকা ডিফেন্ডার দানিলোকে দলে নেওয়া হয়েছে।
দলে আছেন ম্যানচেস্টার সিটির এডারসন, ফের্নান্দিনিয়ো ও গাব্রিয়েল জেসুসের মতো তারকারা। লিভারপুলের দুই খেলোয়াড় ফিলিপে কৌতিনিয়ো ও রবের্তা ফিরমিনোও দলে আছেন। আগের দুই ম্যাচের মতো এবারও জায়গা পাননি জুভেন্টাসের তারকা উইঙ্গার দগলাস কস্তা ও চেলসির ডিভেন্ডার ডেভিড লুইস। আরও বাদ পড়েছেন টাইসন, রদ্রিগো কাইয়ো, ফাগনার, গুইলিয়ানো ও লুয়ান।
আগামী ৫ অক্টোবর বলিভিয়ায় খেলতে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১০ অক্টোবর সাও পাওলোতে প্রতিপক্ষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন, কাসিও, এডারসন।
ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেমেরসন।
মিডফিল্ডার: রেনাতো অগাস্টো, ক্যাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফের্নান্দিনিয়ো, পাওলিনিয়ো, উইলিয়ান, আর্তুর, দিয়েগো, ফ্রেড।
ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, দিয়েগো তারদেল্লি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি