নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল আতিথ্য দিয়েছিল বার্নলিকে। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলেছে লিভারপুল।
খেলার ২৭তম মিনিটে লিড নেয় আতিথ্য নেওয়া বার্নলি। স্কট অ্যারিফিল্ডের গোলে এগিয়ে যায় দলটি। তবে, খুব বেশিক্ষণ টিকতে পারেনি বার্নলির লিড। লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। খেলার ৩০ মিনিটের মাথায় দলের সমতাসূচক গোলটি করেন মিশরের এই তারকা।
প্রধমার্ধের বাকি সময়ের মতো দ্বিতীয়ার্ধের পুরোটা আর কোনো দল গোলের দেখা পায়নি।
এ নিয়ে টানা তিন ম্যাচ জেতা হয়নি লিভারপুলের। গত রাউন্ডে ম্যানচেস্টার সিটির মাঠে ৫-০ গোলে হেরে যাওয়া অলরেডসরা চ্যাম্পিয়ন্স লিগের আসরে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে। দুইটি করে জয় আর ড্র এবং একটি ম্যাচে হারের ফলে লিভারপুলের অর্জিত পয়েন্ট ৮।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি