ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

বড় ব্যবধানে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
বড় ব্যবধানে পিএসজির জয় পিএসজির জয়। ছবি: সংগৃহীত

পঁতিভিয়ের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রোববার (৬ জানুয়ারি) রাতের ম্যাচে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ইউলিয়ান ড্রাক্সলারের গোলে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় দলটি।

ফরাসি ফুটবলের পঞ্চম সারির ক্লাব পঁতিভিকে হারিয়ে ফরাসি কাপের সেরা বত্রিশে উত্তীর্ণ হয়েছে পিএসজি। শক্তির বিচারে প্রতিপক্ষ বেশ দুর্বল হলেও নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির শক্তিশালী দল নামে মাঠে।

তারই প্রতিফলন দেখা যায় মাঠে। শুরু থেকেই বল দখলে ও আক্রমণে একচেটিয়া শক্তি দেখাতে থাকে নেইমারের দল।

ম্যাচের ২৪তম মিনিটে ফরাসি মিডফিল্ডার সিলভার আত্মঘাতী গোলে প্রথবার এগিয়ে যায় পিএসজি। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আর ৭৭তম মিনিটে স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপে।  

৮৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন বাড়ান জার্মান মিডফিল্ডার ড্রাক্সলার। ম্যাচের বাকি সময়ও প্রতিপক্ষ কোনো প্রকার আক্রমনই দেখাতে পারেনি। ফলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।