ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়িয়ে রোনালদোর অপেক্ষায় ভারতের ছেত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
মেসিকে ছাড়িয়ে রোনালদোর অপেক্ষায় ভারতের ছেত্রী থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বর্তমান ফুটবলারদের মধ্যে লিওনেল মেসিকে পেছনে ফেললেন সুনীল ছেত্রী-ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপে দারুণ এক রেকর্ডের মালিক হলেন ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রী। থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বর্তমান ফুটবলারদের মধ্যে লিওনেল মেসিকে পেছনে ফেললেন তিনি। তার আন্তর্জাতিক মোট গোল এখন ৬৭টি। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা ৬৫টি।

নিজের ১০৪ ম্যাচে এই কীর্তি গড়লেন ছেত্রী। তার সামনে এখন ৮৫ গোল করে সবার ওপরে থাকা শুধুই পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

ছেত্রী ৬৬তম গোল করার পর এশিয়ান কাপ ২০১৯ অফিসিয়াল টুইট বার্তায় লিখে, ৬৬ গোল করে মেসিকে টপকে বর্তমান খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন সুনীল ছেত্রী।

ম্যাচে ভারত ৪-১ গোলে থাইল্যান্ডকে হারায়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।