ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাজিলিয়ান দলে চুক্তিবদ্ধ রোনালদিনহোর ছেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ব্রাজিলিয়ান দলে চুক্তিবদ্ধ রোনালদিনহোর ছেলে রোনালদিনহো ও তার ছেলে জোয়াও মেন্ডেস ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস। বয়স মাত্রই ১৪ বছর। এরই মধ্যে দুইবারের কোপা লিবার্তাদোসের শিরোপা জয়ী ক্রুজেইরোর সঙ্গে চুক্তি করেছেন।

মেন্ডেসের ১৯ বছর না হওয়া পর্যন্ত তিনি ক্রুজেইরোর সঙ্গে থাকবেন। শুক্রবার (৫ এপ্রিল) দুইপক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

গেল বছর পর্যন্তও মেন্ডেস এই ক্লাবে অস্থায়ীভাবে খেলতেন।

ক্রুজেইরোর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লাব পরিচালক অ্যামারিলদো রিবারিও বলেন, ‘আজ আমরা জোয়াও মেন্ডেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সে একজন দারুন খেলোয়াড় এবং রোমাঞ্চকর চরিত্র। আমি বিশ্বাস করি খুব শিগগির সে পেশাগত দলেও জায়গা করে নেবে। সে একজন লম্বা ও টেকনিক্যাল ফুটবলার। সে এমন এক ফুটবলার যিনি বক্সের কাছেও খেলতে পারে আর স্ট্রাইকার হিসেবেও ভালো খেলে। ’

সাধারণত রোনালদিনহোর ছেলে হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন না মেন্ডেস। নতুন চুক্তি সম্পূর্ণই নিজের যোগ্যতায় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।