ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

এভারটনের কাছে হেরে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
এভারটনের কাছে হেরে গেল আর্সেনাল আর্সেনালের হার। ছবি: সংগৃহীত

জিতলেই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসতো আর্সেনাল। কিন্তু এই পরিসংখ্যান সামনে নিয়ে এভারটনের মাঠে খেলতে নেমে হেরেই গেল গানার্সরা।

রোববার (০৭ এপ্রিল) রাতে এভারটনের মাঠে ১-০ ব্যবধানে হেরে যায় আর্সেনাল। এই হারের ফলে ৩২ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি।

সমান ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার রয়েছে তৃতীয় স্থানে।

ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। কর্নার থেকে উড়ে আসা বল তিনজনের কাছে থেকে ঘুরে এভারটনের ফিল জাগিয়েলকা ডান পায়ের আলতো টোকায় জালে জড়ায়। বাকি সময়ে এই গোল নিয়েই লড়তে থাকে দুটি দলই।  

পরে অবশ্য একাধিকবারই দু’দলই গোলের সুযোগ হারিয়েছে তবে আর কেউই গোলের দেখা পায়নি। ফলে পূর্ণ তিন পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় উনাই এমরির শিষ্যদের।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।