ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয় ছবি: সংগৃহীত

এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। আর এ জয়ে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনালকে হটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো ব্লুজরা।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ২৪ মিনিটে গোল করে চেলসিকে লিড পাইয়ে দেন হ্যাজার্ড। দারুণ দক্ষতায় গোলটি প্রায় একক নৈপুণ্যে করেন বেলজিয়ান এই তারকা।

পরে ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। লিগে এটি তার ১৬তম গোল।

মাউরিসিও সারির শিষ্যরা লিগে ৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে। সমান ম্যাচ খেলা লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।