ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে সেমিতে লিভারপুল, প্রতিপক্ষ বার্সা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
দাপুটে জয়ে সেমিতে লিভারপুল, প্রতিপক্ষ বার্সা গোলের পর সালাহ’র উল্লাস

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে এফসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। তাতে এগিয়ে থেকেই বুধবার (১৭ এপ্রিল) রাতে দ্বিতীয় লেগে পোর্তোর মুখোমুখি হয় অলরেডসরা। আর ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পেলো না পোর্তো। ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগিজ ক্লাবটি।

এস্তাদিও দো দ্রাগোয়া স্টেডিয়ামে ম্যাচের প্রথম সাফল্যের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। ম্যাচের ২৬ মিনিটে মোহাম্মদ সালাহ’র বাড়ানো বল গোলমুখোর খুব কাছ থেকে পেয়ে যান সাদিও মানে।

ডান পায়ের আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। তবে গোলটি প্রথমে অফ সাইডের কারণে বাতিল করা হয়। পরে ভিডিও রেফারির সহায়তায় গোলটি সঠিক বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

দুই লেগ মিলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় স্বাগতিক পোর্তো। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। বিরতির পর ৬৫ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের বাড়ানো বল পেনাল্টি ডিবক্সের খানিক ভেতরে পেয়ে যান সালাহ। এগিয়ে আসা সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ক্যাসিয়াসকে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি এই স্ট্রাইকার।

খানিকবাদে ৬৮ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে ব্যবধান কমায় স্বাগতিক পোর্তো। ৭৭ মিনিটে পেনাল্টি ডিবক্সে ডান পাশ দিয়ে হেন্ডারসনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

পোর্তোর জালে শেষ গোলটি করেন ভ্যান ডাইক। ৮৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বল সাদিও মানে হেড দিয়ে গোল মুখের খুব কাছে পাঠিয়ে দেন। সেখান থেকে আরও একটি হেড দিয়ে গোল করেন ভ্যান ডাইক।

৪-১ গোলে ম্যাচ জিতে দুই লেগ মিলে পোর্তোকে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

আগামী ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
আরএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।