ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

আমরা এখনও চ্যাম্পিয়ন হইনি: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
আমরা এখনও চ্যাম্পিয়ন হইনি: গার্দিওলা আমরা এখনও চ্যাম্পিয়ন হইনি: গার্দিওলা

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার জন্য ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের শান্ত থাকতে বলেছেন কোচ পেপ গার্দিওলা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ ব্যবধানে ডার্বি জিতেছে সিটিজেনরা। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মৌসুমে টানা দ্বিতীয় জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটাও উদ্ধার করেছে গার্দিওলার দল।

৩৫ ম্যাচ শেষে সিটির ৮৯ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল।

সিংহাসনে বসলেও এখনই আনন্দের আতিশয্যে ভেসে যেতে রাজি নন গার্দিওলা। বাকি তিন ম্যাচে নিজের শিষ্যদের শান্ত থাকতে উপদেশ দিলেন ইতিহাদের স্প্যানিশ কোচ গার্দিওলা, ‘আমরা এখনও চ্যাম্পিয়ন হইনি, আমাদের আরো তিন ম্যাচ বাকি। ’

তিন ম্যাচ বাকি আছে লিভারপুলেরও। সিটি যদি বাকি ম্যাচগুলোতে জয় পায় তবে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে অলরেডসদের। তবে কোনো প্রকার দূর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা সতর্ক গার্দিওলা।

আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই কোচ শিষ্যদের উপদেশ দিয়ে আরো বলেন, ‘আমি আমাদের খেলোয়াড়দের বলেছি (আগামীকালের) পত্রিকা পড়ো না, টিভি দেখো না। বার্নলির বিপক্ষে মাঠে নামার আগে প্রচুর বিশ্রাম নাও আর ঘুমাও। ’

গার্দিওলার অধীনে ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ জেতা সিটি তাদের পরের ম্যাচ খেলবে রোববার (২৮ এপ্রিল), বার্নলির মাঠে। ম্যাচটা যে কত কঠিন হবে তার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘আমরা বার্নলির বিপক্ষে খেলব এবং আমরা জানি ম্যাচটা খুব কঠিন হবে। তাই আমাদের উচিৎ শান্ত থাকা। ’

বার্নলি ছাড়াও সিটিজেনরা বাকি দুই ম্যাচ খেলবে লেস্টার সিটি ও ব্রাইটনের বিপক্ষে। আর হাডার্সফিল্ড, নিউক্যাসল ও উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।