ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

আবারও রিয়ালের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আবারও রিয়ালের হোঁচট রিয়ালের ড্র। ছবি: সংগৃহীত

পুরো মৌসুম জুড়েই বারবার হোঁচট খেতে দেখা গেছে রিয়াল মাদ্রিদকে। আবারও একই ফল পেলো দলটি। জিনেদিন জিদানের দলকে রুখে দিয়েছে গেতাফ। যা তাদের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার পথ আরও সহজ করেছে।

লা লিগায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গেতাফের মাঠে গোলশূন্য ভাবেই শেষ করে দুই দল। অবশ্য গেলো আগস্টে নিজেদের মাঠে গেতাফকে ২-০ গোলের ব্যবধানে হারায় রিয়াল।


 
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় রিয়াল। করিম বেনজেমা সেই সুযোগ হারায়। ইসকোর বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।  

প্রথমার্ধে দুই দলকেই পরিকল্পনাহীন খেলতে দেখা গেছে। যার ফলে গোল পায়নি কোনো দলই। ৪০তম মিনিটে আরও একবার গোলের সুযোগ হারান বেনজেমা।  

দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা বেশ গুছিয়ে ওঠে। একাধিকবার গোলের চেস্টাও করে তবে রিয়াল গোলরক্ষকের দারুণ নৈপুণ্যে বেঁচে যায় দল। শেষ পর্যন্ত কোনো গোলই দেখেনি সমর্থকরা।

৩৪ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার কাছে পৌঁছে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৮০। ৯ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের ফলে চতুর্থ স্থানে উঠে এসেছে গেতাফ। তাদের পয়েন্ট ৫৫।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।