ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের মাইলফলক গোলে পিএসজির স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৫, ২০১৯
নেইমারের মাইলফলক গোলে পিএসজির স্বস্তি ছবি: সংগৃহীত

নেইমারের গোলে নিসের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়লো পিএসজি। আর পেনাল্টি থেকে পাওয়া গোলটি ব্রাজিলিয়ান তারকার ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ৫০তম গোলের মাইলফলক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে গোলের হাফসেঞ্চুরি করলেন তিনি।

শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নিসকে আতিথেয়তা দেয় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গানাগোর গোলে এগিয়ে যায় সফরকারী নিস।

কিন্তু ৬০ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। আর সেখান থেকেই গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।

শেষদিকে অবশ্য কাভানি আরেকটি পেনাল্টি থেকে গোল বঞ্চিত না হলে, জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো টমাস টুখেলের শিষ্যরা।

এ ম্যাচে ড্র করলেও ফ্রেঞ্চ লিগে ইতোমধ্যে শিরোপার স্বাদ পেয়েছে পিএসজি। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট তাদের। ৫২ পয়েন্ট নিসের।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।