ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

মাঠ ছেড়ে র‍্যাপার হলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, মে ৫, ২০১৯
মাঠ ছেড়ে র‍্যাপার হলেন রোনালদিনহো গান পরিবেশন করছেন রোনালদিনহো।

যখন মাঠে ছিলেন তার কারিকুরির ভক্তের অভাব ছিলো না। আবার মাঠের বাইরের জীবনেও কম সমালোচিত নন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। আবারও আলোচনায় নিয়ে এলেন নিজেকে। ফিরেছেন নতুন রুপে। ফুটবলের রোনালদিনহো এবার হলেন র‍্যাপার ।

সম্প্রতি রোনালদিনহোর গাওয়া একটি গান প্রকাশ পেয়েছে। যেখানে তিনি  র‍্যাপার হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

ব্রাজিলিয়ান গায়ক হোর্হে ভার্সিয়োর সঙ্গে ‘গাররা’ শিরোনামের এই গানে অংশ নেন রোনালদিনহো। এই গানের বিষয়বস্তু ব্রাজিলের দুর্নীতি, অপশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ। গানে ৩০ সেকেন্ড র‍্যাপার করার পাশাপাশি কিছু সময় ড্রামও বাজান তিনি।  তবে রোনালদিনহোর গান গাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয়।

এর আগ তিউনিসিয়ান র্যােপার কেটুরাইমের সঙ্গেও পারফর্ম করেছেন এই ফুটবল কিংবদন্তি। এমনকি ২০১৮ বিশ্বকাপের অফিশিয়াল গানের মিউজিক ভিডিওতেও রোনালদিনহো ছিলেন। এছাড়া ২০১৮ বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।