ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-মার্টিনেজ ম্যাজিকে আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ৮, ২০১৯
মেসি-মার্টিনেজ ম্যাজিকে আর্জেন্টিনার বড় জয় গোল করে উচ্ছ্বসিত মেসি। ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার আগে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিলো আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছোট দল নিকারাগুয়ার বিপক্ষে কত গোলে জিতবে নীল-সাদারা, মেসি কি ফিরবেন পুরনো ফর্মে- এসব প্রশ্নই আসছিল ঘুরে-ফিরে। শনিবার (৮ মে) সকালে (বাংলাদেশ সময়) সে প্রশ্নের জবাব পেয়ে গেলেন আর্জেন্টিনার ভক্তরা। 

এদিন, প্রথমার্ধে লিওনেল মেসি, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন লাতারো মার্টিনেজ। রবার্তো পেরেইরার শেষ আঁচড়ে নিকারাগুয়াকে ৫-১ গোলে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

মার্চে ভেনেজুয়েলার কাছে অপ্রত্যাশিত হারের ক্ষত মেটাতে মেসি কতটা  মুখিয়ে ছিলেন, তা বোঝা যাচ্ছিল ম্যাচের শুরু থেকেই। দাপটের সঙ্গে খেললেও ১২তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি। জিওভানি লো সেলসোর বাড়ানো বলে গোলমুখের সামনে থেকেও ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হন বার্সা তারকা।

তবে, এর জন্য সমর্থকদের পস্তাতে হয়নি। ৩৭ মিনিটে সম্পূর্ণ একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান এ ফুটবল জাদুকর।  

মিনিট খানেকের মধ্যেই ফের মেসি ম্যাজিক। সার্জিও আগুয়েরোর একটি শট নিকারাগুয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলে বল চলে যায় এলএম টেন-এর পায়ে। এ সুযোগ আর হাতছাড়া করেননি আর্জেন্টাইন সুপারস্টার। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার গোলসংখ্যা এখন ৬৭।

তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছেন মেসি।  ছবি: সংগৃহীত

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে আর মেসিকে নামাননি কোচ স্কালোনি। তবে গোল বন্যা থেমে থাকেনি।  

৬৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আগুয়েরোর বদলি হিসেবে নামা মার্টিনেস। এর দশ মিনিট পরেই দারুণ ভলিতে জালে বল জড়িয়ে ব্যবধান আরও বাড়ান ইন্টার মিলানের এ ফরোয়ার্ড।

ম্যাচের ৮১তম মিনিটে নিকারাগুয়ার শিবিরে শেষ আঘাত হানেন বদলি হিসেবে নামা ওয়াটফোর্ডের মিডফিল্ডার রবার্তো পেরেইরা।

অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিকারাগুয়ার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন জুয়ান বেরেরা।  

আগামী ১৫ জুন কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এ ফুটবল আসরের আগে টানা দ্বিতীয় ও পাঁচ ম্যাচে চার জয়ে উড়ন্ত আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মেসিবাহিনী।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
একে/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।