ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে তুরস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জুন ৯, ২০১৯
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে তুরস্ক ফ্রান্সের বিপক্ষে গোল উদযাপন করছে তুরস্কের ফুটবলাররা: ছবি-সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে তুরস্ক। ঘরের মাঠ তোর্কো অ্যারেনায় ২০২০ ইউরো বাছাইপর্বে আঁতোয়ান গ্রিজম্যান-কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে তুর্কিরা। 

‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট শীর্ষে আছে তুরস্ক। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।

 

শনিবার (০৮ জুন) দিবাগত রাতে ফরাসিরা হারলেও জয় পেয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ক্রোয়াটরা ২-১ গোলে হারিয়েছে ওয়েলসকে।

বাছাইপর্বের আরেক ম্যাচে বেলারুশকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানরা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উত্তর আয়ারল্যান্ড।  

১২ মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জোয়াকিম লো’র দল। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো রয়েস।

জয় পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিও। গ্রিসকে তাদের ঘরের মাঠ অ্যাথেন্স অলিম্পিক স্টেডিয়ামে ৩-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা।  

রাশিয়া বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ড ১-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। আজারবাইজানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে এক সময়ের বিশ্ব ফুটবলের অন্যতম দল হাঙেরি।  

তবে সবচেয়ে বড় জয় পেয়েছে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া। ঘরের মাঠে সান ম্যারিনোকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় রাশানদের। এর আগে ২০১৫ সালে সান ম্যারিনোর বিপক্ষে ৭-০ গোলে জয় পায় রাশিয়া। ১৯৯৫ সালে একই ব্যবধানে তারা হারিয়েছিল লিখটেনস্টেইনকে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।