ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

লাওসের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৯
লাওসের বিপক্ষে সতর্ক বাংলাদেশ সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের কোচ জেমি ডে-ছবি: শোয়েব মিথুন

কাতার বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার (১১ জুন) লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্বে লাওসের বিপক্ষে তাদের মাটিতে ১-০ গোলের জয় পেয়েছে জামাল ভূঁইয়াবাহিনী। তাই নিজেদের মাঠে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ডেমি ডে জানিয়েছেন লাওসের বিপক্ষে সতর্ক রয়েছে তার দল।

তিনি বলেন, ‘এক গোলের ব্যবধান সুবিধের নয়। গত সাফেও দুই ম্যাচ জিতে এক ম্যাচের হারে বিদায় নিতে হয়েছিল। তাই এবার খুব সতর্কতা অবলম্বন করতে চাই। রক্ষণে আরও জমাটবদ্ধ হতে চাই। ’

তবে দলের তিন ফুটবলারের রয়েছে হলুদ কার্ড যা ভাবাচ্ছে বাংলাদেশের কোচকে। বললেন, ‘তিন হলুদ কার্ড পাওয়া আসলেই দুঃখজনক। তবে, এই ম্যাচে আমাদের আরও সতর্ক থাকতে হবে কার্ডের ব্যাপারে। নাহলে ১০ জন হয়ে যেতে পারি যেকোনো সময়। খেলোয়াড়দের আরও ডিসিপ্লিনড হওয়া দরকার। ’

শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ দল-ছবি: শোয়েব মিথুনঅন্যদিকে এই ম্যাচে জিতে ঘুড়ে দাঁড়াতে চায় লাওস। তাদের কোচ সুন্দরা মুর্থি বলেন, ‘প্রথম পর্বের ম্যাচে ভুলগুলো শুধরে নিতে চাই। আমারা ভালো খেলেও জিততে পারিনি। বাংলাদেশকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। ওদের লং থ্রোগুলো বিপদজনক। এই ম্যাচে একাদশে পরিবর্তন আনবো। ’ 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘন্টা, জুন ১০, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।