বিয়েতে ওজিল আগত অতিথিদের কাছ থেকে কোনো উপহারের বদলে দাতব্য কাজের জন্য আর্থিক সহয়তা চান। এ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেন, ‘একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি বেশ সৌভাগ্যবান এবং সমাজে বিশেষাধিকার অর্জন করছি।
ওজিল আরো বলেন, আপনারা অংশ নিলে আমি খুশি হবো। তবে বিশ্বজুড়ে আরও অনেক রকম চিকিত্সা পূরণ করা যেতে পারে। আর ইতিমধ্যে আমরা ব্রাজিল (বিশ্বকাপ ২০১৪), আফ্রিকায় (২০১৬) এবং রাশিয়ায় (২০১৮) দুস্থ শিশুদের অস্ত্রপচারের জন্য একসঙ্গে কাজ করেছি। এখন আমরা পরবর্তী ধাপে যেতে এবং বিশ্বব্যাপী শিশুদের সাহায্য করতে চাই।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিয়ের এই উপহার-সহায়তার মাধ্যমে আগুনে দগ্ধ শিশুসহ পা, ঠোঁটকাটা ও তালুর সমস্যায় ভোগা প্রায় ১ হাজার রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করছেন ওজিল ও গালস দম্পতি। এর আগেও ওজিল ফুটবল থেকে পাওয়া বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় পুরস্কার এতিম শিশুদের সহায়তায় দান করেছেন।
অন্যদিকে তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ ও সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, বিয়ের কোটি কোটি টাকার উপহার তিনি দুস্থদের সহায়তায় দান করেছেন। এছাড়া বিয়ে উপলক্ষে তুরস্কের রেড ক্রিসেন্টে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তু প্রায় ১৫ হাজার সিরিয়ান অভিবাসীকে নৈশভোজও করানো হয়।
দাতব্যসংস্থা বিগশোতে ওজিল পাঁচ বছর ধরে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। আগুনে দগ্ধ শিশুসহ পা, ঠোঁটকাটা ও তালুর সমস্যায় ভোগা প্রায় ১ হাজার রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করছেন ওজিল ও গালস দম্পতি। এছাড়াও ওজিল উদারচিত্তে আরো অন্যান্য সহায়তামূলক কাজের সঙ্গে জড়িত। সানশাইন নামের একটি দাতব্য সংস্থার শুভেচ্ছা দূতও তিনি। ২০১৮ সালের মে মাসে আর্সেনালের বার্ষিক দাতব্য তহবিল সংগ্রহের সময় ওজিল ৩০ হাজার পাউন্ড ব্যয় করেছিলেন।
উল্লেখ্য, দাতব্যসংস্থা বিগশো জার্মান এবং সুইস ডাক্তারদের সহযোগিতায় শিশুকে পরিবর্তনশীল বিভিন্ন সার্জারি প্রদানে সাহায্য করে থাকে।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এমএমইউ