ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

এখন অভিযোগের সময় নয়: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এখন অভিযোগের সময় নয়: মেসি হারের পর হতাশায় মুখ ঢাকছেন মেসি: ছবি-সংগৃহীত

আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান শুরু হয়েছে হার দিয়ে। ব্রাজিলের ফোন্তা নোভা অ্যারেনায় কলম্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোরা। 

হারলেও হতাশা ভুলে সামনের ম্যাচগুলোতে ‘মাথা তুলে দাঁড়াতে’ সতীর্থদের অনুরোধ করেছেন মেসি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লা আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘দুঃসময় থেকে বের হওয়ার জন্য আমাদের পজিটিভ হতে হবে।

চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। এখন অভিযোগ করার সময় নয়, আমাদের সামনে তাকাতে হবে। টুর্নামেন্টে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। ’ 

‘বি’ গ্রুপে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ জুন), ভোর সাড়ে ৬টায়।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।