ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

বলিভিয়াকে হারাল পেরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
বলিভিয়াকে হারাল পেরু ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে শুরু করে বলিভিয়া। দ্বিতীয় ম্যাচেও পেরুর বিপক্ষে ৩ গোল হজম করতে হয় দলটিকে, তবে এদিন এক গোল ফিরিয়ে দিতে পেরেছে।

বুধবার (১৯ জুন) মুখোমুখি হয় পেরু ও বলিভিয়া। ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার উপর চাপ বজায় রাখে পেরু।

তবে প্রথম গোলটি আসে বলিভিয়ার দিক থেকেই। ম্যাচের ২৩ মিনিটে মারসেলো মার্টিনের পা থেকে আসে গোলটি।

প্রথমার্ধেই গোলটি পরিশোধ করে দেয় পেরু। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পাওলো গুরেরো পা থেকে আসে সে গোলটি। বিরতির পর ৫৫ মিনিট ও অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে নিজেদের ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে নেয় পেরু।

এক জয় ও এক ড্রতে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান পেরুর। আর একে আছে স্বাগতিক ব্রাজিল।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।