ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে লিগ শুরু রিয়াল মাদ্রিদের  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
জয় দিয়ে লিগ শুরু রিয়াল মাদ্রিদের   জয় দিয়ে লিগ শুরু রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ ফুটবল লিগে জয় দিয়ে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এস্তাদিও বেলাদোসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। ১২ মিনিটে গ্যারেথ বেলের পাস থেকে ডান পায়ের আলতো টোকায় বল জালে পাঠান করিম বেনজিমা।


 
বিরতির পর ৫৬ মিনিটে সেল্টা ভিগোর ডেনিস সুয়ারেজকে ফাউল করেন লুকা মাদ্রিচ। প্রথম কোনো কার্ড না দেখালেও পরে ভিডিও রেফারির সাহায্যে মাদ্রিচকে লাল কার্ড দেখান রেফারি।
 
তবে এতেও রিয়ালের আক্রমণের ধার কমেনি। ৬১ মিনিটে টনি ক্রসের দারুণ শট রুখতে পারেনি সেল্টা ভিগোর গোলরক্ষক। ৮০ মিনিটে লুকাস ভাসকিউজ স্কোর শিটে নাম তুললে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
 
ম্য্যাচের ইনজুরি সময় সেল্টা ভিগোর ইকার লোসাদা একটি গোলে শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি স্বাগতিক দল। ফলে ৩-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে জিদানের দল।
 
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরএআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।