শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় হন্ডুরাসের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোতাগুয়া ও অলম্পিয়ার মধ্যে একটি ম্যাচ মাঠে গড়ায়। মোতাগুয়া দলের টিম বাসে প্রতিপক্ষের পাথর নিক্ষেপের মধ্য দিয়ে এই ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয় হাসপাতালের এক বরাতে বলা হয়, ‘তিন জন মারা গিয়েছেন আর ১০ জনের মতো আহত, যাদের মধ্যে ৭ জন গুলিবিদ্ধ। এদের মধ্যে একজন শিশু আর তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ’
সংঘর্ষের সময় প্রায় ১০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতর ছিল। তার মধ্যে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমকেএম/ইউবি