ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

রেনের কাছে আবারও পিএসজির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
রেনের কাছে আবারও পিএসজির হার পিএসজির হার। ছবি: সংগৃহীত

লিগের প্রথম ম্যাচেও ছিলেন না নেইমার। লিগ ওয়ানের প্রথম ম্যাচে তাকে ছাড়া প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই হেরে বসেছে। নিমকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

রোববার (১৮ আগস্ট) রাতে রেনের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে নেইমারবিহীন টমাস টুখেলের দল।  

ম্যাচের ৩৬তম মিনিটে ডি সিলভার বাড়ানো বল নিয়ে গোল করে পিএসজিকে এগিয়ে নেন এডিনসন কাভানি।

তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে এমবায়ে নিয়াংয়ের গোলে সমতায় ফেরে রেনে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘোমাঁ দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় রেনে। ৪৮ মিনিটে রেনে এগিয়ে যাওয়ার পর বাকিটা সময় পিএসজি আর কোনো গোল করতে পারেনি।

গত এপ্রিলেও ফরাসি কাপের ফাইনালে রেনের কাছে হারে পিএসজি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।