ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

উলভারহ্যাম্পটন রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেডকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
উলভারহ্যাম্পটন রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যানইউ ছবি: সংগৃহীত

উলভারহ্যাম্পটনের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্র করার ব্যর্থতার কিছুটা ভার পল পগবা নিতেই পারেন। তার পেনাল্টির সুযোগ হারানোর ফলেই ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় ম্যানইউ। অথচ আগের ম্যাচেই চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ম্যাচের শুরুর দিকে ইউনাইটেড এগিয়ে যায়। ২৭তম মিনিটে মার্কাস র্যাাশফোর্ডের পাসে গোল করেন অঁতনি মার্সিয়াল। যা দলের হয়ে সব প্রতিযোগিতা মিলে তার ৫০তম গোল। এরপর আক্রমণে-পাল্টা আক্রমণে পেড়িয়ে যায় প্রথমার্ধের বাকি সময়।  

দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫তম মিনিটে রুবেন নেভেসের গোলে সমতা ফেরে তারা। ৬৭তম মিনিটে ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পগবার স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও। যার ফলে নিজেদের এগিয়ে নেওয়া আর সম্ভব হয়নি ইউনাইটেডের।

বাকি সময় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।