ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

জয় পেয়েছে ম্যানইউ-চেলসি-টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
জয় পেয়েছে ম্যানইউ-চেলসি-টটেনহাম ম্যানইউ বনাম লেস্টার সিটির খেলোয়াড়দের বল দখলের দৃশ্য: ছবি-সংগৃহীত

দুই সপ্তাহের বিরতি শেষে মাঠে নেমেই জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলো। তার মধ্যে ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার ট্যামি আব্রাহামের হ্যাটট্রিকে ওলভারহ্যাম্পটনকে ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে চেলসি। 

দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়ুং-মিনের জোড়া গোলে ঘরের মাঠে টটেনহাম ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। স্পার্সদের হয়ে বাকি দু’গোলের একটি করেছেন এরিক লামেলা।

এর আগে ২৩ মিনিটে ব্লুজদেরকে আত্মঘাতী গোল উপহার দেন ক্রিস্টালের প্যাট্রিক ফন।

ছবি-সংগৃহীত জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। টানা তিন ম্যাচে (২ ড্র ও ১ হার) পয়েন্ট হারানোর পর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলরা ১-০ গোলের জয় পেয়েছে লেস্টার সিটির বিপক্ষে। ৮ মিনিটে পেনাল্টি শট থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। শেষ পযর্ন্ত ব্যবধানটি ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় ওলে গানার সুলশারের শিষ্যরা।  

চেলসির হয়ে আব্রাহাম হ্যাটট্রিক করেছেন ৩৪, ৪১ ও ৫৫ মিনিটের গোলে। অবশ্য ৩১ মিনিটে ব্লুজদের প্রথম গোলটি করেন ফিকায়ো টোমোরি। যোগ করা অতিরিক্ত সময়ে চেলসিকে পঞ্চমবারের মতো এগিয়ে দেন মাসোন মাউন্ট।  

ছবি-সংগৃহীত এই জয়ে ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে টটেনহাম। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। হেরেও সমান পয়েন্ট নিয়ে পাঁচে লেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ছয় নাম্বারে আছে চেলসি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৫।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।