ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

পয়েন্ট হারালেও নাখোশ নন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
পয়েন্ট হারালেও নাখোশ নন জুভেন্টাস কোচ জুভেন্টাস কোচ সারি: ছবি-সংগৃহীত

চলতি মৌসুমে সিরি’আ লিগে প্রথম পয়েন্ট খুইয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে ফিওরেন্তিনা রুখে দিয়েছে তুরিনের বুড়িদের। ক্রিস্টিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুয়েনরা শত চেষ্টা করেও গোলের মুখ দেখেননি। অবশ্য পয়েন্ট হারানোর ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছেন তুরিনের কোচ মাউরিসিও সারি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ফিওরেন্তিনা-জুভেন্টাসের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হলেও শিষ্যদের ওপর চটেননি কোচ সারি। স্কাই ইতালিয়া’কে ইতালিয়ান কোচ বলেন, ‘আমরা ভালো পারফরম্যান্স করিনি।

এটা খুব কঠিন ম্যাচ ছিল। ফিওরেন্তিনা ভালো খেলেছে। ’

তবে পয়েন্ট হারানোর পেছনে দলের তারকাদের চোটকে বড় করে দেখছেন সারি, ‘চোটগ্রস্ত সত্ত্বেও ম্যাচে আমাদের সব বদলি খেলোয়াড়দের নামিয়েছি। আমরা অনেক আক্রমণের সুযোগ হারিয়েছি। খেলোয়াড়রা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল না। ’

পয়েন্ট হারানোতে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ৩ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৭। অন্যদিকে ঘরের মাঠ সান সিরোতে উদিনেসকে ১-০ গোলে হারিয়ে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেছে ইন্টার মিলান। ৬ পয়েন্ট নিয়ে তিনে তুরিনো। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চারে নাপোলি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।