ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

মেসি জুনিয়রের ফুটবল জাদু! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
মেসি জুনিয়রের ফুটবল জাদু! (ভিডিও) মেসির কোলে মাতিও-ছবি: সংগৃহীত

যাকে বলে ঠিক ‘বাপকা বেটা’। পিতা বিশ্বসেরা ফুটবলার। তার ফুটবল জাদুতে আচ্ছন্ন পুরো বিশ্ব। ছেলেও কিন্তু কম নয়। পিতার মতোই অবিশ্বাস্য ফুটবল দক্ষতা, গোল করার পর সেই একই রকম উদযাপন। জুনিয়র মেসি বা মাতিও মেসির ফুটবল জাদুর এমনই ঝলক দেখা গেছে এক ভিডিওতে। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

মেসির জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, পেশাদার ফুটবলারের মতোই পেনাল্টি শট নিচ্ছে দ্বিতীয় ছেলে সন্তান মাতিও।

শট নিয়েই দৌড়ে উদযাপনও শুরু করে দিল ছোট্ট ‘মেসি’। সেই উদযাপন ঠিক তার পিতা বার্সেলোনা সুপারস্টারের মতোই।  

মূলত মাতিও’র চতুর্থ জন্মদিন উপলক্ষে ভিডিওটি শেয়ার করেছেন মেসিপত্নী। ভিডিওর নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তোমার সারাজীবন সুখে কাটুক, শুধু এটাই কামনা করি এবং কখনোই এমন কিউট চরিত্র থেকে সরে যেও না, যা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।