ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো-হিগুয়েনের গোলে জুভেন্টাসের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
রোনালদো-হিগুয়েনের গোলে জুভেন্টাসের সহজ জয় বল দখলে লড়াইয়ে রোনালদো: ছবি-সংগৃহীত

রিয়াল মাদ্রিদে খুব পরিচিত দৃশ্য ছিল এটি। ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েনের গোলে উৎসব করছে লস ব্লাঙ্কোসরা। সময়ের আবর্তে সেই জুটি এখন নতুন ঠিকানা গেঁড়েছে জুভেন্টাসে। তুরিনেও চলছে দুই পুরোনো সতীর্থের একসঙ্গে গোল উদযাপন। বেয়ার লেভারকুজেনের বিপক্ষেও তা দেখা গেলো আরেকবার। জুভরা ৩-০ গোলে সহজ পেয়েছে জার্মান ক্লাবটির বিপক্ষে। 

মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ তুরিনে লেভারকুজেনকে স্বাগত জানায় জুভেন্টাস। দুই দলের এর আগে সাক্ষাৎ হয়েছিল দু’বার।

২০০১ সালে প্রথম সাক্ষাতে ৪-০ গোলের জয় পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২০০২ ‍সালে ৩-১ ব্যবধানে জিতে লেভারকুজেন। সেবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালও খেলেছিল জার্মান ক্লাবটি।  

তবে এবার তৃতীয় সাক্ষাতে মাউরিসিও সারির দলের বিপক্ষে তেমন পাত্তায় পায়নি লেভারকুজেন। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জুভরা ১৭ মিনিটেই এগিয়ে যায় হিগুযেনে গোলে। প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় লেভারকুজেন। কিন্তু উল্টো ৩৯ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ৬১ মিনিটে জুভদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মিডফিল্ডার ফেদ্রিকো বের্নাদেসসি।  

৮৩ মিনিটে হিগুয়েনের বদলি হিসেবে মাঠে নামেন আরেক আর্জেন্টাইন পাওলো দিবালা। ৮৮ মিনিটে লা আলবিসেলেস্তে ফরোয়ার্ডের পাস থেকে গোলের দেখা পান রোনালদো।  

‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদও তুলে নিয়েছে সহজ জয়। রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কোকে ২-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ৪৮ মিনিটে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন হুয়াও ফেলিক্স। ৫৮ মিনিটে স্প্যানিশ ক্লাবটির ব্যবধান দ্বিগুণ করেন থমাস পার্টি।  

অ্যাথলেটিকোর ফরোয়ার্ড কস্তার গোলের চেষ্টা: ছবি-সংগৃহীত এই জয়ে ‘ডি’ গ্রুপে ২ ম্যাচ শেষ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে জুভেন্টাস। ৩ পয়েন্ট নিয়ে তিনে লোকোমোটিভ মস্কো। চারে থাকা লেভারকুজেন এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।