ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

‘ক্লান্ত’ মেসিও পার্থক্য গড়ে দিতে পারে: ভালভার্দে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
‘ক্লান্ত’ মেসিও পার্থক্য গড়ে দিতে পারে: ভালভার্দে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের শেষদিকে 'ক্লান্ত' হয়ে পড়েন মেসি/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই চলতি মৌসুমে প্রথমবারের মতো পুরো ৯০ মিনিট খেলেছেন লিওনেল মেসি। তবে বেশ কয়েকবার তাকে ক্লান্ত হয়ে পড়তে দেখা গেছে। কিন্তু ক্লান্তি সত্ত্বেও তিনি পায়ের জাদুতে সবাইকে বিমোহিত করেছেন। 

বুধবার (০২ অক্টোবর) দিনগত রাতে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো মেসিকে শুরুর একাদশে নামিয়েছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতে নামলেও ইনজুরিতে ছিটকে পড়েছিলেন বার্সা অধিনায়ক।

এজন্য গেতাফে ম্যাচে মাঠে নামা হয়নি তার।  

ইন্টার মিলান ম্যাচের আগেও মেসিকে নিয়ে সংশয় ছিল। কিন্তু সব শঙ্কা পাশ কাটিয়ে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। শুধু ছিলেন বললে ভুল বলা হবে। কারণ, লুইস সুয়ারেসের করা দুই গোলেই তার পরোক্ষ ও প্রত্যক্ষ ভূমিকা ছিল। বিশেষ করে ৮৪তম মিনিটে সুয়ারেসের দ্বিতীয় তথা জয়সূচক গোলটি তো সরাসরি তারই বানিয়ে দেওয়া।

ম্যাচ শেষে মেসির পারফরম্যান্স নিয়ে ভালভার্দে বলেন, ‘(চলতি মৌসুমে) এই প্রথম সে (মেসি) পুরো সময় খেলেছে। এমনকি ক্লান্ত থাকা অবস্থায়ও সে দলের জয়ে ভূমিকা রাখতে পারে। মেসি অন্যদের মতো প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে পারেনি, তাই তাকে বাকিদের পর্যায়ে আসতে হবে। শেষ পর্যন্ত সে দুর্দান্ত খেলেছে, কিন্তু ম্যাচের শেষের দিকে সে ক্লান্ত হয়ে পড়েছিল। ’

দলের জয়ে ভূমিকা রাখায় খুশি মেসিও। তবে ইন্টার মিলানের বিপক্ষে জয়টা যে সহজে আসেনি সেটাও স্বীকার করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘আমরা জানি যে এটা আমাদের সেরা মুহূর্ত ছিল না। সঠিক পথে ফেরার জন্য জয়টা প্রয়োজন ছিল। এখন আমরা ওপরের (লেভেলে) দিকে যেতে এগিয়ে যেতে পারব। ’

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সার। জার্মান ক্লাব ডর্টমুন্ডের সঙ্গে ড্র করার পর অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে কাতালান জায়ান্টরা। ওই ম্যাচের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ভালভার্দের শিষ্যরা।

দলের বাজে শুরু নিয়ে মেসি বলেন, ‘আমরা পথেই ছিলাম, আমরা জানতাম আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু এই মৌসুমে ইউরোপের প্রায় সব দলেরই শুরুটা ভালো হয়নি। মূলত প্রাক-মৌসুমের কারণেই আমাদের জন্য কাজটা কঠিন হয়ে গেছে। প্রাক-মৌসুমে ভালো প্রস্তুতি না নিতে পারলে এমনটা হবেই। এটাই সত্যি। ’

প্রাক-মৌসুম প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করে তিনি বলেন, ‘কেন ক্লাবগুলো এই (প্রাক-প্রস্তুতিমূলক) ম্যাচ খেলে তা বুঝতে হবে। সব বড় ক্লাবই এটা করে এবং এটা জরুরী। ধীরে ধীরে আমরা প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।