ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল ফাইনাল খেলবে যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল ফাইনাল খেলবে যারা ছবি-বাংলানিউজ

খুলনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলের খুলনা বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপের ফাইনালে উঠেছে কুষ্টিয়া ও খুলনা জেলা। আর ছেলেদের গ্রুপের ফাইনালে উঠেছে খুলনা সিটি কর্পোরেশন দল ও যশোর জেলা।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) খুলনা জেলা স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ খেলার আয়োজন করেছে খুলনা বিভাগীয় প্রশাসন।

মেয়েদের গ্রুপের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়া জেলা টাইব্রেকারে ৫-৪ গোলে ঝিনাইদহকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ ব্যবধানে ড্র ছিলো। মুল ম্যাচের ২৭ মিনিটে গোল করে ঝিনাইদহকে এগিয়ে দেন অন্তরা। ৩৮ মিনিটে দারুণ এক গোলে কুষ্টিয়াকে সমতায় ফেরান স্বপ্না আক্তার।  

মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা জেলা টাইব্রেকারে ৩-১ গোলে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। নির্ধারিত সময়ে খেলাটি ৪-৪ গোলে অমীমাংসিত ছিলো। ম্যাচের ১৪ মিনিটে পূজার গোলে এগিয়ে যায় খুলনার মেয়েরা। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩০ মিনিটে ইমার গোলে সমতায় ফেরে সাতক্ষীরা। এর ২ মিনিট পরেই আবারও এগিয়ে যায় স্বাগতিক মেয়েরা। ৩২ মিনিটে সুমাইয়া গোল করে খুলনাকে এগিয়ে দেন। কিন্তু ৩৭ মিনিটে সাতক্ষীরাকে সমতায় ফেরান রূপা।

এদিকে বিকেলে একই মাঠে ছেলেদের গ্রুপে দিনের প্রথম সেমিফাইনালে খুলনা মহানগর টাইব্রেকারে ৪-৩ গোলে চুয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিলো। দিনের শেষ ম্যাচটিও নিস্পত্তি হয় টাইব্রেকারে। এ ম্যাচে যশোর জেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে মাগুরাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

শুক্রবার একই মাঠে উভয় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘন্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমআরএম/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।