ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

ক্লাসিকোতে নিষিদ্ধ হলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ক্লাসিকোতে নিষিদ্ধ হলেন দেম্বেলে বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে: ছবি-সংগৃহীত

শেষ পযর্ন্ত নিষেধাজ্ঞায় ঠিকই পড়তে হলো ওসমানে দেম্বেলেকে। ২৬ অক্টেবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে খেলতে পারবেন না বার্সেলোনা ফরোয়ার্ড।

ফরাসি তারকাকে দুই ম্যাচ নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কমিটি। যার ফলে কাতালানদের হয়ে এইবার ও লস ব্লাঙ্কোসদের বিপক্ষে খেলতে পারবেন না দেম্বেলে।

গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ম্যাচে রেফারি আন্তনিও মাতেও লাহোজকে ‘খুব খারাপ’ হিসেবে অভিহিত করেন দেম্বেলে। সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এবার একই কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ২২ বছর বয়সী তারকা।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।