ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার নেপালকে হারাল বাংলাদেশের কিশোরীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এবার নেপালকে হারাল বাংলাদেশের কিশোরীরা ছবি: সংগৃহীত

ভুটানের বিপক্ষে অনায়াস জয়ের পর এবার নেপালকে হারিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।

শুক্রবার (১১ অক্টোবর) ভুটানে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতে আসর শুরু করেছিল দলটি।

নেপালের বিপক্ষে ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল উপহার দেয় বাংলাদেশের কিশোরীরা। বেশ কয়েকটি দারুণ আক্রমণও শানিয়েছে। এর ফল পাওয়া যায় ১২তম মিনিটে। দারুণ গোলে বাংলাদেশকে এগিয়ে সেন শাহেদা আক্তার।

গোল পাওয়ায় উজ্জীবিত বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায় ২৬তম মিনিটে। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে ৬৩তম মিনিটে একটি গোল শোধ করে নেপাল। তবে এরপর আর নেপালকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। লিগ-ভিত্তিক এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। এর আগে ২০১৫ সালের আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরেরবার একই দলের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও এবারের দলটি বেশ ভালোভাবেই এগোচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।