ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসকে রুখে দিল লেস্সে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
জুভেন্টাসকে রুখে দিল লেস্সে ছবি:সংগৃহীত

নবাগত লেস্সের বিপক্ষে ইতালিয়ান সিরি’আ লিগে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে জুভেন্টাস পাওলো দিবালার গোলে এগিয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই সমতায় ফিরে স্বাগতিকরা।

শনিবারের এ ম্যাচে প্রথমার্ধ কেউই গোলের দেখা পায়নি। অবশ্য বেশ কয়েকটি সুযোগ থেকে বঞ্চিত হয় আটবারের চ্যাম্পিয়নরা।

বিরতির পর ৫০ মিনিটে দিবালার পেনাল্টি গোল থেকে এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সে মিরালেম পিয়ানিচ ফাউলের শিকার হলে প্রথমে ফ্রি-কিক দিয়েছিলেন রেফারি। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান। তবে পাঁচ মিনিট পর তাদের ডি-বক্সে ডিফেন্ডার ম্যাথাইস ডি লিটের হাতে বল লাগলে পেনাল্টি পায় লেস্সে। সেখান থেকে গোল করেন মাত্তেও।

এবারের লিগেএই নিয়ে দ্বিতীয় ড্র করল জুভেন্টাস। আসরে ৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।