ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

টটেনম্যাহকে হারাল লিভারপুল, অ্যাওয়ে ম্যাচে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
টটেনম্যাহকে হারাল লিভারপুল, অ্যাওয়ে ম্যাচে ম্যানইউর জয় টটেনম্যাহকে হারাল লিভারপুল-ছবি:সংগৃহীত

শুরুতেই এক গোলে পিছিয়ে থাকা লিভারপুল শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জিতে নিয়েছে। আর এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল ইয়র্গান ক্লপের শিষ্যরা। অন্যদিকে চলমাল লিগে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। নরউইচ সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পায় তারা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের মাত্র এক মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। প্রতিপক্ষ টটেনহ্যামের অধিনায়ক হ্যারি কেইন হেডে গোলটি করে।

তবে ৫২ মিনিটে জর্ডান হেন্ডারসনের পর ৭৫ মিনিটে মোহামেদ সালাহ পেনাল্টি থেকে গোল করলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে অল রেডসরা।

প্রতিপক্ষে মাঠে জিততে ভুলে যাওয়া ম্যানইউ এদিন দুর্দান্ত জয় তুলে নেয়। দলের হয়ে ২১ মিনিটে স্কট ম্যাকটমিনে, ৩০ মিনিটে মার্কাস রাশফোর্ড ও ৭৩ মিনিটে অ্যান্তোনি মার্শিয়াল গোলগুলো করেন। নরউইচের হয়ে ৮৮ মিনিটে ওনেল হর্নান্দেজ একটি গোল শোধ দেন।

এদিকে লিগের অপর ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

লিগে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২২ পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটি ও চেলসির পয়েন্ট সমান ২০ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে আছে লেস্টার। আর্সেনাল ১৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে। ১২ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।