ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মার্তিনেসের জোড়া গোলে শীর্ষে উঠল ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
মার্তিনেসের জোড়া গোলে শীর্ষে উঠল ইন্টার লাউতারো মার্তিনেস/ছবি: সংগৃহীত

লাউতারো মার্তিনেসের জোড়া গোলে স্পালকে হারিয়ে সিরি আ’র শীর্ষস্থান দখল করেছে ইন্টার মিলান। 

ম্যাচের মাত্র ১৬তম মিনিটেই দুর্দান্ত এক গোলে ইন্টারকে এগিয়ে দেন মার্তিনেস। এরপর বিরতির ঠিক ৪ মিনিট আগে হেড থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করেন স্পালের মাত্তিয়া ভালোতি। তবে এরপর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মার্তিনেস। কিন্তু মার্তিনেসকে হ্যাটট্রিক বঞ্চিত করেন স্পালের গোলরক্ষক বেরিশা।

এই জয়ে রোববারের (০১ ডিসেম্বর) আরেক ম্যাচে সাস্যুলোর বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে শীর্ষেই ছিল জুভেন্টাস। কিন্তু স্পালকে হারিয়ে জুভেন্টাসের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এখন আন্তোনিও কন্তের দল।

দুর্দান্ত ফর্মে থাকা মার্তিনেস এই নিয়ে সর্বশেষ ৩ ম্যাচে ৫ গোল আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১২ গোলের দেখা পেলেন।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।