ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

শেষটা রাঙাতে পারল না রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মে ২১, ২০২২
শেষটা রাঙাতে পারল না রিয়াল

চার ম্যাচ আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। ফলে বাকি ম্যাচগুলো ছিল নিয়ম রক্ষার।

চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল বেটিসের বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে গোলশূণ্য ড্র করেছে রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নিজেদের মনোবল বাড়াতে রিয়াল মাদ্রিদের এই ম্যাচে জয় প্রয়োজন ছিল। শেষ বেটিসের বিপক্ষে পূর্ণ শক্তির দলই নামিয়েছিল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের মোকাবিলা করবে রিয়াল।  

বার্নাব্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। সবশেষ তিনটিই শেষ হলো গোলশূন্য ড্রয়ে। তার আগের দুটিতে মাদ্রিদের দলটি হেরেছিল যথাক্রমে ২-০ ও ১-০ গোলে।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ যদিও তৈরি করতে পারল না রিয়াল মাদ্রিদ। বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিলেও মিলল না কাঙ্ক্ষিত গোলের দেখা। লিগে চ্যাম্পিয়নদের শেষটা তাই জয়ে রাঙানো হলো না।

৩৮ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমের কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল বেটিস ৩৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে লিগ শেষ করল।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ২১ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।