ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, উখিয়ার বিপক্ষে চকরিয়ার বড় জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মে ৩১, ২০২২
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, উখিয়ার বিপক্ষে চকরিয়ার বড় জয়

কক্সবাজার: কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চার-এক গোলে উখিয়া উপজেলা দলকে হারিয়ে জয় লাভ করেছে চকরিয়া ফুটবল একাদশ।

বুধবার (৩১ মে) বিকেলে ম্যাচের শুরু থেকে ভাগ্য অনুকূলে ছিল চকরিয়া ফুটবল দলের।

দুর্দান্ত খেলে হাফ টাইমের আগেই লিড নেয় তারা।  

ম্যাচের দ্বিতীয়ার্ধে উখিয়ার দখলে বল বেশি থাকলেও ভাগ্য তাদের ধরা দেয়নি। একে একে ৩ গোল হজম করে জয়ের আশা হারিয়ে ফেলে খেলোয়াড়রা। দলটির ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহেদ দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হলেও দলকে জয় এনে দিতে না পারার আক্ষেপ থেকে গেল তার।

উখিয়া-চকরিয়া ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। বুধবার (১ জুন) বিকেলে মুখোমুখি হবে রামু উপজেলা ফুটবল একাদশ ও কুতুবদিয়া উপজেলা ফুটবল একাদশ।

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে দেশের বৃহৎ আইকনিক শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।